Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কমিউনিটি ই-সেন্টার পরিচালনার জন্য অপারেটর নির্বাচন বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

মণিরামপুর, যশোর।

 

কমিউনিটি ই-সেন্টার পরিচালনার জন্য অপারেটর নির্বাচন বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে কমিউনিটি ই-সেন্টার স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ভবনে এ সেন্টারটি স্থাপন করা হয়েছে। এ সকল কেন্দ্রের মাধ্যমে এলাকার মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় তথ্যাদি পৌঁছে দেয়া হয়। ই-সেন্টার পরিচালনার জন্য কোন ভাতাদি প্রদান করা হবে না। বিভিন্ন সেবার  জন্য নির্ধারিত ফি গ্রহনের মাধ্যমে ই-সেন্টার পরিচালনা করে আর্থ- সামাজি উন্নয়ন করতে হবে। ই-সেন্টার পরিচালনার জন্য প্রতিটি ই-সেন্টারে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একজন পুরুষ ও একজন মহিলা  অপারেটর নিয়োগ করা হবে। অত্র উপজেলার নিন্মোক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।

 

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য  শর্তাবলী:

০১। প্রার্থীকে ন্যুনতম এইচ এস সি পাশ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

০২। প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শহীদ-মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এই বয়স সীমা হবে ৩২ বছর হবে।

০৩। প্রাথীদের কম্পিউটার ব্যবহার এর অভিজ্ঞতা ও প্রশিক্ষণ থাকতে হবে।

০৪। কম্পিউটার, ইন্টারনেট, ডিজিটাল ক্যামেরা ও প্রজেক্টর চালানোর পুর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

০৫। উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ই-সেন্টারটির কার্যক্রম নিয়মিত তদারকির সমন্বয় করবেন। আগ্রহী প্রার্থীদেরকে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজস্ব উপজেলার নাম, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা (যদি থাকে), মোবাই্ল নম্বর সহ ০২(দুইজন) রেফারেন্স  উল্লেখ করেস্বহস্তে অথবা কম্পিউটার কম্পোজ করে আবেদন পত্র, ০২(দুই ) কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, স্থানীয় উপজেলা চেয়ারম্যান/ পৌর মেয়র/ ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদ, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ ৩১-০৩-২০১৫ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে অবেদনপত্র দাখিলের জন্য অনুরোধ করা হলো।

 

বিশেষ নিয়মাবলী:

অসম্পুর্ণ বা ক্রুটি পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে।

 

দায়িত্বাবলী:

·        কম্পিউটার কম্পোজ ইন্টারনেট ব্যাউজিং, ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা ও ভিডিও কনফারেন্সও অন্যান্য সেবা দৈনন্দিন কাজের তালিকায় থাকবে।

·        প্রতিদিন বাজার দর ও চাকুরির খবরের আপডেট তালিকা তৈরী করে ঝুলিয়ে রাখতে হবে।

·        স্ব- উদ্যোগে প্রতি সপ্তাহে বিভিন্ন স্থানীয় তথ্য সমূহ সংগ্রহ ও সেন্টারে সংরক্ষন করতে হবে।

·        বিভিন্ন শ্রেনী ও পেশাভিত্তিক প্রশিক্ষনার্থী দল গঠন করে তাদেরকে স্বল্পমূল্যে প্রশিক্ষন দিতে হবে।

·        কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করতে হবে।

·        সেবা প্রদানে মাধ্যমে অর্জিত অর্থ থেকে ই-সেন্টারের পরিচালনা ব্যয় নির্বাহ করতে হবেএবং অতিরিক্ত আয় অপারেটরগণ প্রাপ্য হবেন।

·        সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন দৈনিক ০৮(আট) ঘন্টা ই-সেন্টার চালু রাখতে হবে।

·        প্রতিমাসে মাসিক কর্মপ্রতিবেদন (রিপোর্ট) তৈরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

 

 

 

 

শরীফ নজরুল ইসলাম

       উপজেলা নির্বাহী অফিসার

      মণিরামপুর, যশোর।

ছবি
ডাউনলোড