উক্ত আশ্রমটি দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে চলেছে, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন, গরীব মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার সাহায্য, বন্যার্তদের মাঝে খাদ্য বিতরন সহ আরও অন্যান্য সেবা। মণিরামপুর পৌরসভার তাহেরপুর মৌজায় অবস্থিত। মণিরামপুর মহিলা কলেজের সামনের রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলেই হরিহরনদীর ব্রীজ পার হয়ে রাস্তার ডান দিকে আশ্রমটি অবস্থিত। প্রায় ৬৫ শতক জমির উপর নির্মিত । এখানে একটি মন্দির যেখানে প্রতিনিয়ত পূজা হয়, একটি বিবেকানন্দ বিদ্যানিকেতন রয়েছে যেখানে নার্সারী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত শিশুদের বিদ্যাদান করা হয় এবং বিবেকানন্দ সংস্কৃতি অনুষদ রয়েছে যেখানে প্রতি সপ্তাহে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি প্রশিক্ষণ প্রদান করা হয়। শহরের ক্লান্ত মানুষ এখানে বিকালে বিশ্রাম নিতে আসে। এখানে প্রায় ২০০ বছরের পুরাতন একটি বট গাছ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস